কিভাবে স্ক্রাচে একাউন্ট তৈরি করতে হয় | How to Open Scratch Account!

গেইম ডেভলপমেন্ট কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো কিভাবে স্ক্রাচে একটা একাউন্ট তৈরি করা হয়। তবে চলুন শুরু করি...


কিভাবে স্ক্রাচে একাউন্ট তৈরি করতে হয় | How to Open Scratch Account!


প্রথমেই স্ক্র্যাচ একাউন্ট খোলার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে স্ক্র্যাচ লিখে আমি যখন সার্চ করব তখন আমার কাছে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে

 তো এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে জয়েন স্ক্রাচ এই খানে তোমাকে ক্লিক করতে হবে । 

ক্লিক করলেই এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে ওপেন হবে ঠিক যেমনটি দেখতে পাচ্ছ


প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে একটা ইউজার নেম দিতে হবে । ইউজার নেমটা কি হবে টোটালি ইউনিক ইউজার নেম হইতে হবে। যেটার সাথে অন্য কারো আইডির নাম যেন না মিলে। 

এখানে আমি সুবিধামতো একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ব্যাস আমার কিন্তু প্রথম যে কাজটা কাজটা কমপ্লিট হয়ে গেল। 

তারপর আমরা নেক্সটে চলে যাব, 


তোমার কান্ট্রি
এখান থেকে আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। আমরা নেক্সটে চলে যাব




এখানে তোমার  জন্মগ্রহণ তারিখ দিতে হবে। 

তারপ-র তোমাকে তোমার জেন্ডার কে সিলেক্ট করতে বলা হয়েছে
 



তুমি তোমার জেন্ডার সিলেক্ট করে দিবে। 

নেক্সটে চলে যাবা
এখন তোমাকে তোমার ইমেইল এড্রেসটা দিতে হবে তুমি তোমার অবশ্যই ইমেইল এড্রেস ভেরিফাইড করে নিবে  কারণ ইমেল এড্রেস না দিলেপরবর্তীতে তোমার যে ডাটা গুলো তুমি স্ক্রেচে সেভ করব ওই ডাটা গুলো মিস হয়ে যাবে। 




ক্রিয়েট ইউর একাউন্ট বাটনে প্রেস করবে

ব্যাস আমাদের হয়ে গেল স্ক্র্যাচ একাউন্ট করা । 
বিস্তারিত ভিডিও দেখুন... 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url