Problem Solving Skills
পড়াশোনায় ভাল রেজাল্ট আর খেলাধূলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু মেডেল বা পুরষ্কার – এটুকু থাকলেই আমরা বেশিরভাগ অভিভাবক আমাদের বাচ্চাদের স্মার্ট ভাবি। অথচ Problem Solving Skills তথা সমস্যা সমাধানের মত গুরুত্বপূর্ণ একটি দক্ষতাকে আমরা অভিভাবকরা পাশ কাটিয়ে যায়। এজন্যই দেখা যায় শিক্ষাজীবনে দুর্দান্ত রেজাল্টধারী অনেক মানুষই তার পেশাগত জীবনে চরমভাবে ব্যর্থ। এদিকে ব্যাক বেঞ্চার সেই শিক্ষার্থীটা যাকে সবসময় তার খারাপ রেজাল্টের জন্য কথা শুনতে হতো সে ছেলেটাই পেশাগত জীবনে সফল।
হার্ভাড বিজনেস রিভিউ এর একটি স্টাডিতে দেখা যায় একজন মানুষ সফল এবং অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হতে যে ১৬ টি দক্ষতার প্রয়োজন হয় তার মধ্যে সমস্যা সমাধানের দক্ষতার অবস্থান ৩ নম্বরে। আমরা মুসলিমরা প্রত্যেকেই চাই যে, আমাদের সন্তানরা সফল এবং অনুসরণীয় ব্যক্তিত্বে পারিণত হোক। সুতরাং আমাদের সন্তানদের জন্য সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করা আরও বেশি জরুরী।
আমরা প্রত্যেকেই নিয়মিত সমস্যার সম্মুখীন হই। আমরা কেউই সমস্যা ছাড়া বড় হইনি। প্রত্যেক বয়সে আমাদের সমস্যার ধরণেও ছিল ভিন্নতা। গণিতশাস্ত্রের মত আমাদের জীবন কিছু নির্দিষ্ট সংখ্যক সূত্রের সেট নিয়ে আসে না যে, সে সূত্রগুলো দিয়েই আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করে ফেলব। আমাদের জীবনের প্রতিটি পর্বের সমস্যার মধ্যে ভিন্নতা থাকে। সুতরাং বিভিন্ন পরিস্থিতির সমস্যার সামাধানের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা জরুরী। আমরা আমাদের সন্তানদের বাস্তবিক জীবনে কীভাবে সমস্যা সমাধান করতে হয় এটা দেখিয়ে দেওয়ার মাধ্যমে এই দক্ষতা তাদের শেখাতে পারি।
বাস্তব জীবনে অনেক সময় সমস্যা সমাধানের দক্ষতা টিমে কাজ করার মাধ্যমে অর্জিত হয়। সবাই মিলে একত্রে সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজে বের করার মাধ্যমে তাদের মধ্যে দ্বন্দ্ব কাটিয়ে সম্পর্কের মজবুত বন্ধন তৈরি হয়।
সমস্যা সমাধানের এই দক্ষতা আমাদের বাচ্চাদের মধ্যে লালন করা উচিত। এতে তারা তাদের জীবনে প্রতিনিয়ত আসতে থাকা নতুন নতুন সমস্যগুলোর সমাধান আবেগ দিয়ে মোকাবেলা না করে দক্ষতা দিয়ে মোকাবেলা করতে শিখবে।
আমরা, আমাদের স্টুডেন্টদের জন্য ঠিক এই দায়িত্বটাই নিতে চাই। তারা যাতে সফল এবং অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হতে পারে সেজন্য সমস্যা সমাধানের পাশাপাশি যেসকল দক্ষতার প্রয়োজন তার সবগুলোই আমাদের তাদের মধ্যে লালন করতে চাই।