১। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য যেমনঃ নাম, ঠিকানা, ফোন নম্বর, ছবি ইত্যাদি সংরক্ষণ করা। (ভর্তি ফরমে যেসব তথ্য সংরক্ষণ করা হয়)
২। শিক্ষার্থীদের মত সহকর্মীদেরও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা। (নিয়োগপত্রে যে সব তথ্য রাখা হয়)
৩। প্রতিষ্ঠানের মাসিক/বাৎসরিক দাতা ও সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ ও প্রয়োজনীয় সব কাজ করার ব্যবস্থা।
৪। এ্যাডমিন বা শিক্ষকদের কাজ ভাগ করে দেয়া। তাই একজন এ্যাডমিন বা শিক্ষক কেবল তার নির্ধারিত কাজই করতে পারবে এবং কোন এডমিন কি কাজ করেছে তা প্রতিষ্ঠান প্রধান জানতে পারবেন।
৬। মোবাইলের মাধ্যমে হাজিরা সংরক্ষন। মূলত আমরা নাম ডাকার হাজিরা খাতাটি এ্যাপসের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে রূপান্তর করেছি।
৭। Mobile এর মাধ্যমে হাজিরা নেওয়ার ব্যবস্থা।
৮। প্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয় হিসাব সংরক্ষণ।
৯। শিক্ষার্থীদের সকল প্রকার বেতন ও ফি ইত্যাদি লেনদেন করা।
১০। মানি রিসিট, ভাউচার ও যে কোনো তথ্য প্রিন্ট।
১১। প্রবেশ পত্র, সিট প্লান, আইডি কার্ড প্রিন্ট।
১২। ভিজিটর বা গ্রাহকদের তথ্য সংরক্ষণ। অধিক নিরাপত্বার জন্য তাদের ফিঙ্গার প্রিন্ট সংরক্ষণ।
১৩। মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটিকে ওয়েবসাইটে রূপান্তর করার সুযোগ।
১৪। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা নিজেদের মার্কশিট, পত্যয়নপত্র, প্রশংসাপত্র, সনদপত্র সংগ্রহ করতে পারবে।(কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে)
১৫। ওয়েবসাইটের মাধ্যমে এডমিনগণ পৃথিবীর যে কেনো প্রান্ত থেকে সফটওয়ারে কাজ করতে পারবেন। যে বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ ব্যতিক্রমি –
১৬। সহকর্মী ও স্টাফদের বেতন প্রদানসহ সকল প্রকার হিসাব সংরক্ষণ।
১৭। শিক্ষক, স্টাফদের উপস্থিতি, অনুপস্থিতি ও লেটের উপর ভিত্তি করে নির্ধারিত বেতন থেকে হিসাব অনুযায়ী তার প্রাপ্য বেতন নির্ধারণ করা ও শিট প্রিন্ট।
১৮। ডিজিটাল তথ্য বোর্ড।
১৯। Computer ছাড়াই রেজাল্ট এন্ট্রি, বেতন ও ফি এন্ট্রি এবং প্রিন্ট। ডিভাইস দিয়ে এ্যাটেন্ডেন্স সুবিধা।
২০। হোস্টেলে ডিজিটাল আইডি কার্ড (এটিএম কার্ডের মত) ব্যবহার করে বোর্ডিং পরিচালনা, খাবার এর মিলের হিসাব রাখা, টাকা লেন-দেন করা । শিক্ষার্থীদের হাত খরচের টাকা হারিয়ে ফেলার ঝুঁকি থেকে বাঁচতে ডিজিটাল পদ্ধতিতে টাকা সংরক্ষণ করা।
২১। আবাসিক মাদরাসা/স্কুল অথবা হোস্টেলের দৈনিক বাজার, আপ্যায়ন, খরচসহ যে কোনো ব্যায় ভাইচার পদ্ধতিতে প্রিন্ট ও হিসাব সংরক্ষণ।
২২। সফটওয়ারেই যে কোনো ভাইচার ইমেজ আকারে সংরক্ষণ করার সুযোগ।
২৩। সফ্টওয়্যার থেকে সহজেই দ্রুত সময়ে ফোন নাম্বার সংরক্ষন।
২৫। প্রাক্তন ছাত্র, অভিভাবক, ভিজিটর, দাতাকে যে কোন ধরনের SMS পাঠানো।
২৬। অভিভাবক, ভর্তিচ্ছু বা তথ্য প্রত্যাশীর জন্য SMS এর মাধ্যমে যে কোন তথ্য জানার ব্যবস্থা ।পরীক্ষার ফলাফল SMS এর মাধ্যমে যেভাবে জানা যায়)
২৭। SMS এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার রেজাল্ট জানার ব্যবস্থা । (পরীক্ষার ফলাফল SMS এর মাধ্যমে যেভাবে জানা যায়)
২৮। বিশেষ দিবস, বিভিন্ন কর্ম সম্পাদন ও নির্দিষ্ট কাজ যথা সময়ে সম্পাদনের লক্ষে আপনার নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয় এলার্ম সিস্টেম।(কম্পিউটার স্ক্রিন শো, ফোনকল, SMS, E-mail এর মাধ্যমে)
২৯। টিচার, স্টুডেন্টস ক্লাশ রুটিন, পরীক্ষার রুটিন ও শিট প্লান প্রণয়ন করার সুবিধা। (শর্ত প্রযোজ্য)
৩০। SMS চার্জ সবচেয়ে কম।
মাসিক ফি দিতে হবে কিনা?
জী না, আমাদের সফটওয়্যারে কোন মাসিক ফি দিতে হবে না। এটি সম্পুর্ন এককালিন পেমেন্ট, পরবর্তিতে আর কোন টাকা দেয়া লাগবে না
বার্ষিক কোন ফি দিতে হবে কিনা?
জী না, আমাদের সফটওয়্যারে কোন বার্ষিক ফি দিতে হবে না। এটি সম্পুর্ন এককালিন পেমেন্ট, পরবর্তিতে আর কোন টাকা দেয়া লাগবে না
কত শিক্ষার্থী ভর্তি করা যাবে?
আনলিমিটেড শিক্ষার্থী ভর্তি করা যাবে।
মালিকানা কত দিনের?
আজীবন মালিকানাঃ
বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই আজীবন মাকিলানায় সফটওয়্যার বিক্রি করি। অর্থাৎ একবার পেমেন্ট করার পর আপনাকে আর কোন পেমেন্ট করা লাগবে না। আপনি যতদিন ইচ্ছা আপনার মত করে ব্যবহার করবেন। আপনার সফটওয়্যার আপনিই মালিক।
প্রবেশ পত্র,সিট প্লান,আইডি কার্ড,মার্কশিট,পত্যয়নপত্র,প্রশংসাপত্র,সনদপত্র দিতে পারবো কিনা?
জী অবশ্যই পারবেন।
অভিভাবকদের SMS দিতে পারবো কিনা?
জী অবশ্যই পারবেন।
মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটির দাম কত?
এককালীন মূল্যঃ ১০,০০০ টাকা। এক্সট্রা কোন চার্জ নেই।
praich koto